নারায়ণগঞ্জস্থান গ্রুপের ২য় ও ৩য় ধাপে ক্ষুদ্র প্রচেষ্টা কার্যক্রম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের অন্যতম জনপ্রিয় ফেসবুক গ্রুপ (নারায়ণগঞ্জস্থান) এর ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেবে দ্বিতীয় ও তৃতীয় দফায় হতদরিদ্রদের মাঝে ও ঈদ সামগ্রী, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা, দরিদ্র পরিবারকে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকাল থেকে ইসদাইর কৃষ্ণচূড়া মাঠে এ ক্ষুদ্র প্রচেষ্টার কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় ৪১জন মেধাবী শিক্ষার্থীকে ১০০০টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। চিকিৎসার জন্য ৩জনকে ২২হাজার টাকার আর্থিক সহযোগিতা করা হয়। আর্থিক অসচ্ছল ৮ পরিবারকে মোট ৫৫হাজার টাকার আার্থিক সহায়তা প্রদান করা হয়। ২৫০ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হয়। এছাড়া একজন পুরুষকে একটি ভ্যানগাড়ি ও দুই নারীকে দুইটি সেলাই মেশিন দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন আরেফিন রওশন রিদয়, মেহেরাব হোসেন অপু, রিদওয়ান আমিন, মডারেটর মাফুজ নয়ন ও সনিয়া, মেম্বার সাইফুল স্বপন, খাইরুল লিপু, সামসুর রহমান, হাফিজ, সাইদ সানি, রিফাত, রাফায়েত, কিবরিয়া আরাফ, মহিন, সাফায়েত, অনিক, শুভ, নিলয়, আলমগীর, জনি, মাহাবুব ইসলাম আবির।

add-content

আরও খবর

পঠিত