নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেছেন, সারা জীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। কিন্তু কিছু বিপথগামী এবং কুচক্রী মানুষের ষড়যন্ত্রের কারণে বার বার সমাজের ভালো মানুষরা হয়ে যাচ্ছে খারাপ। তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে অনেকেই আজ বিপদগ্রস্থ। আমরা আশা করি সকল ভেদাভেদ ভুলে গিয়ে নারায়ণগগঞ্জবাসীর উন্নয়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে সকলে।
রবিবার (২ জুন) সকাল ১১টায় নগরীর পাইকপাড়াস্থ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ্ব একেএম সেলিম ওসমানের পক্ষ হতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল করিম বাবু আরো বলেন, নারায়ণগঞ্জবাসী অনেক সু-ভাগ্যবান কারণ আমাদের মাঝে ২ জন সুযোগ্য সংসদ সদস্য রয়েছেন। যারা গরীব দু:খী সাধারণ মানুষের জন্য সব সময় চিন্তা করেন। সাংসদ সেলিম ওসমান আল্লাহর ওলীর মত মানুষের সেবা করেন। দেশের উন্নয়নের স্বার্থ্যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য সকলে দোয়া করবেন। আর নারায়ণগঞ্জের উন্নয়নে সাংসদ সেলিম ওসমান ও শামীম ওসমানের জন্য দোয়া কামনা করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন বাদল, সমাজ সেবক হাসান মসনা তাবি, বীরমুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন, হাজী আক্তার হোসেন, এম.আর.কে রিয়েনসহ ১৭নং ওয়ার্ডে বিশিষ্ট ব্যক্তিবর্গরা।