নাসিক ১৩ নং ওয়ার্ডে এমপি সেলিম ওসমানের ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নাসিক ১৩ নং ওয়ার্ডে গরীবদের মাঝে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমানের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২ জুন) দুপুরে শহরের গলাচিপা রুপার বাড়ি এলাকাতে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে রয়েছে ১ পিস শাড়ী, ১ কেজি চিনি, ৪০০ গ্রাম গুড়া দুধ, ১ কেজি পোলও চাউল, ১ লিটার তেল, ৪০০ গ্রাম সেমাই।নাসিক ১৩ নং ওয়ার্ডে এমপি সেলিম ওসমানের ঈদ সামগ্রী বিতরণ

এ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রথম ধাপে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন ও দ্বিতীয় ধাপে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ নেতা এহসানুল হোসেন নিপু।

ঈদ সামগ্রী বিতরণের প্রসঙ্গে মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন বলেন, এমপি সেলিম ওসমান আমাকে এই ওয়ার্ডে অসহায়দের মাঝে এই ঈদসামগ্রী প্রদান করার দায়িত্ব দিয়েছেন। তার নির্দেশে দিনব্যাপী কাজ করে যাচ্ছি। দানবীর এমপি সেলিম ওসমান ব্যবসা, উন্নয়নে অসামান্য অবদান রাখছেন। পাশাপাশি গরিব ও অসহায়দের সাহায্য সহায়তা করে যাচ্ছেন। গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বছরের পর বছর কাজ করে যাচ্ছেন তিনি। তার এ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।নাসিক ১৩ নং ওয়ার্ডে এমপি সেলিম ওসমানের ঈদ সামগ্রী বিতরণ

এ প্রসঙ্গে নাসিক ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান বলেন, এমপি সেলিম ওসমান একজন মুক্তিযোদ্ধা। তিনি সব সময় অসহায়দের পাশে দাড়ান, আর এটা আমাদের মুক্তিযোদ্ধাদের গর্ব।  আমি এমপি সেলিম ওসমানের কাজে সাধুবাদ জানাই। শুধু নারায়ণগঞ্জে নয় সারাদেশে সেলিম ওসমান একটাই। কারণ উনার মত এত পরিমান দান করার মন মানসিকতা এখনও কাউকে দেখিনি। যারজন্য ইতোমধ্যেই তিনি সকলের কাছে দানবির উপাধীও পেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সমাজ কল্যান বিষয়ক আব্দুল রশিদ, ত্রান সম্পাদক হুমায়ুন আহমেদ, ১৩ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সেচ্ছা সেবক লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জয়, বক্কা মিয়া, দেলোয়ার প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত