নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান প্রদত্ত ঈদ সামগ্রী প্রায় ১ হাজার গরীব দু:স্থদের মাঝে বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল। শনিবার (১ মে) দুপুরে দেওভোগে নিজ কার্যালয়ের সামনে এমপি’র দেয়া ঈদ সামগ্রী দু:স্থ অসহায়দের মাঝে বিতরণ করেন ১৬নং ওয়ার্ড কাউন্সিলর।
প্রচন্ড গরমের মধ্যে রোজামুখে বেশ কিছুটা সময় লাইনে দাড়িয়ে থাকলেও দিনশেষে এমপি সেলিম ওসমানের পক্ষ থেকে দেয়া ঈদ সামগ্রী হাতে পেয়ে হাসিমুখেই বাড়ি ফিরেছেন প্রায় ১ হাজার গরীব দু:স্থ অসহায় মানুষ। এসময় অনেকের মুখেই এমপি সেলিম ওসমানের জন্য দীর্ঘায়ু কামনা করতে শোনা যায়।
জানা গেছে, এ বছর সাংসদ সেলিম ওসমানের পক্ষ থেকে ৩৫ হাজার ৫০০ প্যাকেট এবং নীটওয়্যার ব্যাবসায়ীদের বিকেএমইএ এর পক্ষ থেকে বাকি ২ হাজার ৫০০ প্যাকেট সহ সর্বমোট ৩৮ হাজার প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেটে রয়েছে ১টি শাড়ি বা ১টি লুঙ্গি, ১ কেজি প্রাণ চিনিগুড়ো চাল, ১ কেজি তীর চিনি, ১ লিটার তীর সয়াবিন তেল, ৪০০ গ্রাম প্রাণ গুড়ো দুধ, ৪০০ গ্রাম লাচ্ছা সেমাই। প্রতিটি প্যাকেট ১টি পরিবারের ৪ জন সদস্যের হিসেব করে করা হয়েছে। যেখানে আনুমানিক মোট ব্যায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা।
ঈদ সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ সভাপতি ও মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. কবীর হোসেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালক মোজাম্মেল হক, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম চঞ্চল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্চয় রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আরজু ভুইয়া, বিশিষ্ট ব্যাবসায়ী মো. নুরু, ওয়ার্ল্ড টেরোরিজম অরগানাইজেশন বাংলাদেশ চাপ্টার না.গঞ্জ জেলা শাখার সভাপতি ফাহিম এমিল, সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেন, মো. ইব্রাহিম, সজিব রায় অভি, সাদ্দাম হোসেন, বিল্লাল হোসেন, আশরাফুল ইসলাম খান সৌরভ, মিঠুন দত্ত, মোঃ রাসেল, রাকিব হাসান রাজু প্রমুখ।