আদালতে আইনজীবী স্ত্রীকে পেটালেন পুলিশ স্বামী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) জাসমিন আহমেদকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তা স্বামী ও দেবরের বিরুদ্ধে। বুধবার (২৯ মে) নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দরজার সামনে এ ঘটনা ঘটে।

এদিকে পুলিশ কর্মকর্তা স্বামী আবু নকীবের দাবি-তিনি জাসমিনকে অনেক আগেই তালাক দিয়েছেন। এরপরও তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাসমিন। এদিকে এপিপি জাসমিন আহমেদকে মারধরের ঘটনায় আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মুসলিম ও পারিবারিক আইনে এপিপি জাসমিন আহমেদ তার স্বামী পুলিশ পরিদর্শক আবু নকীব তার মা জুবরিয়া বেগম ও ছোট ভাই আবু নাছের নিপুনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় উচ্চ আদালত থেকে তারা তিনজন আট সপ্তাহের জামিন পেয়েছেন। এ জামিননামা বুধবার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করতে এসেছিলেন তারা। দুপুরে জামিননামা দাখিল শেষে বের হওয়ার পথে আদালতের দরজার সামনে দেখা হয় মামলার বাদী জাসমিনের সঙ্গে। এ সময় তারা তর্কে জড়িয়ে পড়ার একপর্যায়ে জাসমিনকে এলোপাতাড়ি মারধর করে আবু নকীব তার ছোট ভাই নিপুন।

এ সময় আশপাশের আইনজীবীরা এসে জাসমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরপর তাদের বিরুদ্ধে ফুঁসে ওঠে আইনজীবীসহ সাধারণ মানুষ। এ সময় পরিস্থিতি শান্ত করতে আবু নকীব, তার ভাই ও মাকে কোর্ট গারদে নিয়ে আটক রাখে পুলিশ।

add-content

আরও খবর

পঠিত