চাষাড়ায় ডিবির হাতে নারী ছিনতাইকারী আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে মোবাইল ও চেইনসহ আলো বেগম নামে এক নারী ছিনতাইকারীকে আটক করেছে। মঙ্গলবার ( ২৮ মে ) রাত সোয়া ৯টায় নগরীর চাষাড়া মেডিনোভার সামনে থেকে তাকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো.কামরুল হাসানের বরাত দিয়ে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারন মানুষের নিরাপদে মার্কেটিংয়ের সুবিধার্থে বিশেষ টহলাবস্থায় নুর মসজিদের উল্টো পাশে মেডিনোভার সামনে থেকে নারী ছিনতাইকারী আলো বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ও একটি রুপার চেইন উদ্ধার করা হয়। আটককৃত রুপা গলাচিপা এলাকার সুজনের স্ত্রী।

add-content

আরও খবর

পঠিত