বন্দর ১ নং খেয়াঘাটে দেশীয় তৈরি এ্যালকোহলসহ গ্রেফতার-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মাদকসহ মো. আ. করিম (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় তার কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি এ্যালকোহল, ১৮৫০ টাকা ও ১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে সদর মডেল থানাধীন ০১ নং বন্দর খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, মো. আ. করিম (৬০) উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরি এ্যালকোহল বিক্রয় করে আসছিরো বলে জানা যায়। আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত