নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তাঁতীলীগের উদ্যোগে ইফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাংসদ শামীম ওসমানসহ নারায়ণগঞ্জের সকল এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সুস্থতা কামনা করে জেলা ও মহানগর তাঁতীলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চাষাঢ়া একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। কেন্দ্রীয় নেতা এইচ এম ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মতিন ও বাংলাদেশ জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্র নেতা ও বাংলাদেশ তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস বলেন, আমার প্রান প্রিয় বন্ধু সাহেদ তার এই তাঁতী লীগ নিয়ে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমীকলীগসহ আরও যতো আওয়ামীলীগের সংগঠন রয়েছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে সক্ষম হবেন।

তাঁতীলীগের নারায়ণগঞ্জ জেলার সদস্য সচীব আলমগীর হোসেন এর সঞ্চালনায় নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজী ফজলুর কাদের জীবন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক বুলবুল আহম্মেদ বাবুল, সদস্য মো. আজীম, সদস্য বাবু সওদাগর, সদস্য মো. শেখ আব্দুল রাউফ, সদস্য হারুন আল কবীর নিক্সন, মো. লিটন, মো. ফারুক, মো. হুমায়ুন।

তাঁতীলীগের নারায়ণগঞ্জের আহ্বায়ক এইচ এম ফয়েজ শাহেদ বলেন, তাঁতীলীগকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তাতে আশা করি সকলেই আপনারা আমার পাশে এসে দাড়াবেন। যাতে এই সংগঠনকে আমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারি।

নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের প্রথম যুগ্ম আহ্বায়ক মো. মোতাহার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জিল্লুর রহমান চঞ্চল, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম খান, যুগ্ম আহ্বাযক সাইফুল আলম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রিপু, সদস্য মো. নাজির হোসেন, সদস্য এড.জসীম, সদস্য এড. আক্তার হোসেন, সদস্য মিলন মোল্লা, সদস্য মো. ইয়ামিন, ফতুল্লা থানা তাঁতীলীগের সদস্য আতাউর রহমান আতিল, সদস্য রানা আহম্মেদ, সদস্য আক্তার হোসেন, সদস্য মুশফিকুর রহমানসহ প্রমূখ ব্যক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত