নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এসপি হারুনের নেতৃত্বে দূর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলার আহ্বান জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তসীর গাজী বলেছেন, আমাদের বঙ্গবন্ধুর বাংলাদেশে, উন্নয়নের বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ( ২৩ মে) সন্ধ্যায় জেলা পুলিশ লাইনে এক ইফতার মাহফিলপূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন। জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।গোলাম দস্তগীর গাজী বলেন, আজকে আমরা জেলা পুলিশ সুপার হারুন সাহেবে নেতৃত্বে আসুন দূর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ এবং আইনের সুশাসনে নারায়ণগঞ্জ গড়ে তুলি। আসুন সবাই শান্তিতে থাকি এবং দেশকে এগিয়ে নিয়ে যাই।
জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. মইনুর রহমান চৌধুরী, আব্দুস সালাম, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক সাংসদ মোহাম্মদ আলী, হোসনে আরা বেগম বাবলী, র্যাব-১১ এর অধিনায়ক কর্ণেল শামসের উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মহাগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শামীম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা আদালতের পিপি এড. ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, যুবলীগ নেতা এহসানুল হক নিপু প্রমুখ।