আলোর তরী ফাউন্ডেশন ও সাপ্তাহিক আলোরতরীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আলোরতরী ফাউন্ডেশন ও সাপ্তাহিক আলোরতরী পত্রিকার যৌথ আয়োজনে এক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ই রমজান ২২ মে বুধবার নগরীর প্রাণকেন্দ্র চাষাড়ায় অবস্থিত বাগানবাড়ী রেস্টুরেন্টে বাদ আসর থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে আলোরতরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শুক্কুর মাহামুদ এর সভাপতিত্বে ও সিইও এইচ এম মিকাঈল ইসলাম রাজ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিএসবির ডিআইও-২ ইন্সপেক্টর মো: সাজ্জাদ রোমন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, অনলাইন চ্যানেল জেডটিভির চেয়ারম্যান জাকির আহমদ, আলোরতরী ফাউন্ডেশনের পরিচালনা বোর্ড থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন, ভাইস চেয়ারম্যান মহানগর শ্রমিক লীগের সভাপতি হাজী কাজিমউদ্দিন প্রধান, মহাপরিচালক আবুল কালাম আজাদ, পরিচালক মো: সবুজ সিকদার, হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মির্জা আনোয়ার হোসেন মুক্তি, মো: মনির হোসেন মজুমদার, সাধারণ সদস্য সবুজ রায়, মিতুল সাহা সহ সংগঠন ও পত্রিকার শুভাকাঙ্খিবৃন্দ।

ইফতারের পূর্ব মূহুর্তে আলোরতরী ফাউন্ডেশন এর উন্নয়ন কল্পে বক্তব্য রাখেন উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

add-content

আরও খবর

পঠিত