না.গঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির নাম ঘোষণা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ ২০১৯-২৩ নির্বাচনে সকল প্রার্থী। মঙ্গলবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ নির্বাচনের ফল প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা।

ফলাফল প্রকাশ পূর্বে তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বিধি মোতাবেক সোমবার (২০ মে) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে নিদিষ্ট সংখ্যক প্রার্থীর বিপরীতে অতিরিক্ত প্রার্থী না থাকায় সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পদাধিকার বলে এই কমমিটির সভাপতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া।

নির্বাচিত প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে কে.ইউ আকসির, আলহাজ্ব খবির আহমেদ, এ.জেড.এম ইসমাইল বাবুল, ফারুক বিন ইউসুফ পাপ্পু, সাধারন সম্পাদক পদে তানভীর আহমেদ টিটু, অতিরিক্ত সাধারন সম্পাদক পদে মো: ইব্রাহিম চেঙ্গিস, যুগ্ম সম্পাদক পদে খোরশেদ আলম নাসির, মোস্তফা কাওছার, কোষাধ্যক্ষ পদে মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, কার্যকরী পরিষদ সদস্য পদে খন্দকার শাহ্ আলম, জাকির হোসেন শাহীন, মো. রবিউল হোসেন, গোলাম গাউছ, মো. মাকসুদ উল আলম, মো. জাহাঙ্গীর আলম, মাহমুদা শরীফ, মো. আসলাম, মাহবুবুল হক উজ্জল, ফিরোজ মাহমুদ সামা, আতাউর রহমান মিলন, ডা. মো. রকিবুল ইসলাম শ্যামল, মোহাম্মদ মাহবুব হোসেন বিজন, গৌতম কুমার সাহা, কার্যকরী পরিষদ উপজেলা সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, এস.এম আরিফ মিহির, কার্যকরী পরিষদ মহিলা সদস্য আনজুমান আরা আকসির ও রোকসানা খবির।

add-content

আরও খবর

পঠিত