নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশীদ বিপি এম বার ও পিপি এম বার বলেছেন, স্বর্ণ ব্যবসায়ী বা দোকান মালিক সমিতির লোকজন টাকা-পয়সা লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা পাবেন। পুলিশকে অবহিত করলে পুলিশ মানি স্কট করে নির্ধারিত স্থানে পৌঁছে দেবে।
এ ক্ষেত্রে পুলিশ বিকাশ এজেন্টসহ ব্যাংকের টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেয়ার অনুরোধ করেন। স্বর্ণ দোকান মালিক-সমিতি সভাপতিসহ অন্যান্য ব্যবসায়ীদের সন্ধার পর তাদের নিজস্ব সিকিউরিটি রাখার পরামর্শ দেন। পুলিশ নিয়মিত টহল দিবে এবং হোন্ডা মোবাইল এর ব্যবস্থা থাকবে। রোববার (১৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ এসপি কার্যালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় নারায়ণগঞ্জ জেলার বাস, ট্রাক, কাভার্ডভ্যান মালিক সমিতি, সড়ক পরিবহন মালিক সমিতি, ব্যবসায়িক মালিক সমিতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, বিসিক শিল্প মালিক সমিতি, কালিবাজারস্থ স্বর্ণ ব্যবসায়ি মালিক সমিতি নেতারা উপস্থিত ছিলেন।
এসপি বলেন, নারায়ণগঞ্জ একটি ব্যস্ততম বাণিজিক শহর। প্রতিনিয়ত এখানে হাজার হাজার লোক বিভিন্ন অঞ্চল থেকে আসা-যাওয়া করে। স্থানীয় দোকান মালিক সমিতির পক্ষ থেকে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। পুলিশ, আনসার ও কমিউনিটি পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে কাজ করছে। এ ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই।
সভায় উপস্থিত ছিলেন, বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সভাপতি মো. হাতেম, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক এহছানুল হক, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান পিকআপ মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, মতিউল্লা মিন্টু, ইব্রাহিম চেঙ্গিস প্রমুখ। সভায় সঞ্চলনার দায়িত্ব পালন করেন অ্যাডিশনাল এসপি মো. মনিরুল ইসলাম।