নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : বিকেএমই প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাতেম বলেছেন, নিটিং মালিকদের যে কোন সমস্যা আমরা দেখব। এই ব্যপারে সাংসদ সেলিম ওসমানের স্বরণাপন্ন হওয়ার প্রয়োজন হলে আমরা সেটা হবো। তিনি আমাদের নারায়ণগঞ্জের সকল ব্যাসায়ির অভিবাবক। নিটিং মালিকরা কঠিন পরিস্থিতির মাঝে সময় কাটাচ্ছেন এটা আমরা জানি। প্রতিনিয়ত আমাদের সকল প্রকার খরচ বারছে। কিন্তু সে অনুযায়ি এক্সপোর্ট- ইমপোর্ট বারছে না। আমার বিশ্বাস সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিটিং মালিকদের এই দূর অবস্থা থেকে আমরা বেরিয় আসতে পারব।
রোববার (১৯ মে) বাদ আসর নগরীর বাধন কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়শনের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়শনের সভাপতি সেলিম সারোয়ার।
এর আগে জেলা কৃষকলীগের সভাপতি ইব্রাহিম চেঙ্গিস বলেন, আমাদের পিট দেয়ালে ঠেকে গেছে। নিটিং মালিকরা এখন আর ভালো নেই। মালিকরা কান্নাজড়িত কণ্ঠে আপনাদের দিকে তাকিয়ে আছে। তারা তাদের পরিবার নিয়ে বাঁচতে চায়। আপনারা ব্যবসায়িদের সমস্যা সমাধানে কিছু একটা ব্যবস্থা করুন। আর না হয় ঈদের পর কঠিন কমসূচি আসতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিটিং এসোসিয়শনের সাবেক সভাপতি আবু তাহের শামীম, বাংলাদেশ নিটিং অ্যাসোসিয়শনের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, রফিকুল হোসাইন,নিজাম মুন্সি, সহ-সভাপতি অর্ত মাহবুবুর রহমান শাহীন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিয়াল সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা কৃষকলীগের সভাপতি ইব্রাহিম চেঙ্গিস, বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়শনের সাবেক সভাপতি আতাউর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি মুক্তার হোসাইন, বাংলাদেশ নিটিং অ্যাসোসিয়শনের সদস্য শহীদুল্লাহ, সাগর, সুমন, মনির সহ সকল ব্যবসায়ী বৃন্দ।