নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এস এম মেহেদী হাসান (২৮) নামে এক যুবকের সন্ধান চেয়েছে তার পরিবার। ১৬ মে বৃহষ্পতিবার বিকেলে বাইতুল মোকারম সংলগ্ন নারায়ণগঞ্জের বাস স্টপ থেকে তিনি নিখোঁজ হন । তিনি নারায়ণগঞ্জ পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে মেহেদী হাসানের ছোট ভাই জিহাদী হাসান ঢাকা মেট্রোপলিটন পুলিশে একটি সাধারণ ডায়রী করেছেন।
ডায়রীতে উল্লেখ করা হয়, বাইতুল মোকারম থেকে ১৬/০৫/২০১৯ ইং আমার বড় ভাই এস এম মেহেদী হাসান (২৮) ফোন করে বলেন আমি বাসে উঠেছি। তারপর থেকে আমার ভাইয়ের কোন খোজ খবর পাচ্ছি না। আমার ভাইয়ের পড়নে এস কালার পাঞ্জাবী, গায়ের রং ফর্সা, মুখে দাড়ি, উচ্চতা ৫.৮, চোখে চশমা পড়া অবস্থায় ছিলেন।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি সন্ধ্যান পেয়ে থাকেন যোগাযোগ করুন : ০১৬৩৯০২৪০৯০। জিহাদী হাসান।