নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল মীম আক্তার (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রী। শুক্রবার রাতে মীমের বিয়ের হওয়ার কথা ছিলো। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা বিষয়ক কর্মকর্তা মো. নাজমা আক্তার সরেজমিনে গিয়ে মীমের বিবাহ বন্ধ করে দেন। ফলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহটি বন্ধ হওয়ায় মাদ্রাসা ছাত্রীমীম পেল নতুন এক জীবন।
সোনারগাঁ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের শামীম হোসেনের মেয়ে স্থানীয় মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মীম আক্তার (১৪) সাথে একই গ্রামের প্রবাসী এক ছেলের সাথে গতকাল শুক্রবার রাতে বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের নির্দেশে সেই বিবাহ বন্ধ করে দেওয়া হয় এবং মীমের বয়স ১৮ না হওয়া পর্যন্ত তাকে তাকে বিয়ে দিতে পারবেনা এমর্মে সনামন্দি ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ ও স্থানীয় ইউপি সদস্য শহীদ মেম্বারকে বিষয়টি অবহিত করে তার বাবাকে অঙ্গিকার করানো হয়।