শহরে পুলিশের বিশেষ অভিযানে ১৫ ছিনতাইকারী আটক

নারায়ণগঞ্জ বার্তা ( স্টাফ রিপোর্টার ) : শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৫ জন ভাসমান ছিনতাইকারীকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার (১৫ মে) রাতে নগরীর চাষাড়া ও নারায়ণগঞ্জ হাসপাতাল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো, গলাচিপা এলাকার ডিস সেলিমের ভাড়াটিয়া মৃত কাজী আবুল হোসেনের ছেলে মো. কাউছার (৩০), উকিলপাড়া এলাকার মোতাহারের বাড়ি ভাড়াটিয়া নিমন দেওয়ানের ছেলে মো. পাখি (৩৮), বাবুরাইলের মঞ্জুর মিয়ার ছেলে আল আমিন মিয়া (২৫), বেপারি পাড়ার কাদের মেম্বারের ম্যাচের ভাড়াটিয়া ও কুমিল্লা জেলার তিতাস দুর্গাপুরের আবুল কাশেমের ছেলে মো. শফিক (২৬), খানপুর হাসপাতাল রোডের রাজুর ছেলে রিমন (২২), দেওভোগ পানির ট্যাঙ্কি এলাকার মৃত সুলতানের ছেলে সোহেল (২২), নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকার মৃত আজিজের ছেলে মিঠু (২৫), গলাচিপা বাবুল মিয়ার ভাড়াটিয়া দলাল মিয়ার ছেলে নজরুল ইসলাম (৪০), নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ডের অমুল্য রতন সাহার ছেলে দুলাল কৃষ্ণ সাহা (৪২), খানপুর রেললাইন সর্দারপাড়া এলাকার মুত সোলায়মানের ছেলে আসাদ (৪০), ৩০ নং এলএন রোডের মইন উদ্দিনের ভাড়াটিয়া মৃত সিরাজ উদ্দিনের ছেলে রিপন (৪০), ৫নং ঘাটের ভাসমান বাসিন্দা মৃত উজ্জ্বলের ছেলে বাবু (২০) ও সোহেল (২০)।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, রমজান ও ঈদে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্ন চলাফেরা ও কেনাকাট করতে পারে সে লক্ষ্যে বিশেষ এই অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ছিনতাইকারী, প্রতারক চক্রের ১৫জন সদস্যদের আটক করা হয়। আটকৃতদের কাছ থেকে কস্টেপ মোড়ানো দুটি জর্দার কৌটা এবং কয়েকটি ইটের টুকরো উদ্ধার করা হয়েছে। তারা মাদক ও ছিনতাইয়ের সাথে জড়িত।

তিনি আরো জানান, এদের মধ্যে দুই জন প্রাপ্ত বয়সকো না হওয়া তাদের সংশোধনআকারে দেয়া হবে বলে জানান ওসি কামরুল ইসলাম।

add-content

আরও খবর

পঠিত