নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঈদকে সামনে রেখে মানুষ যেন নির্বিঘ্নে ও শান্তিতে চলাফেরা করতে পারে সেলক্ষে নারায়ণগঞ্জে চালু করা হয়েছে পুলিশের হোন্ডা মোবাইল সার্ভিস অভিযান। এ অভিযানের মাধ্যমে যেকোন অপরাধ দমন করতে নেয়া হবে তৎক্ষনিক ব্যবস্থা। এছাড়াও নাগরিকদের সেবা প্রদানের জন্য জেলা পুলিশের সকল সদস্যদের ছুটি বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে এসব কথা জানান জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বিপিএম ও পিপিএম বার।
ওইসময়ে পুলিশ সুপার বলেন, যানজট এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাটাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্যে আমরা দিনরাত কাজ করছি। পুলিশ ডাবল ডিউটি করছে। এটি একটি ব্যবসায়ী এলাকা। এখানে কোনো ব্যবসায়ী যেন সন্ত্রাস, চাঁদাবাজির স্বীকার না হয়, সে জন্য পুলিশ মাঠে রয়েছে। জেলার সকল সড়ক ও মহাসড়কগুলোকে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। এই প্রোগ্রামে জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ, আনসার এবং কমিউনিটি পুলিশ সম্বন্বয় করে তিনটি পালায় কাজ করছে। প্রতিটি সেক্টর ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার এবং সাব সেক্টরে ইনচার্জ সকল থানার অফিসার ইনচার্জ গণ সার্বক্ষণিক মনিটরিং ও তদারকি করিতেছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন, সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম পিপিএম,সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীন শাহ্ পারভেজ, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) এবং ইন্সপেক্টর ‘মিডিয়া’ সাজ্জাদ রোমন প্রমুখ।