ডিবি পরিচয়ে তুলে নেয়া দুই যুবকের সন্ধান পাওয়া গেছে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে সাদা পোশাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া দুই যুবকের সন্ধান পাওয়া গেছে। তারা হল মোবাইলের দোকানের মালিক সাইদ আহমেদ খান আকাশ (২০) ও স্টাফ জুয়েল বেপারী (২০)। গত সোমবার ( ১৩ মে ) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার বদরুদ্দীন শপিং টাওয়ারের নিচতলায় আকাশ টেলিকম দোকান হতে সাদা পোষাকে ডিবির পরিচয়ে তাদের নিয়ে যাওয়া হয় বলে জানা যায়।

সন্ধানের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া ওয়িং ( ডিআইও-২) সাজ্জাদ রোমন জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইলের দোকানের মালিক আকাশ ও স্টাফ জুয়েলকে অভিভাবকদের কাছে তুলে দেয়া হয়েছে। মূলত কোন অপহরণের ঘটনা ঘটে নাই।

এ ঘটনার পর নিখোঁজ আকাশের মা আনোয়ারা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিন শাহ পারভেজ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম ও পিপিএম (বার) কে অবহিত করেন। এরপর পুলিশ সুপারের নির্দেশক্রমে উক্ত ভিক্টিমদেরকে খোঁজে বের করার জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তৎপর হয়। সেই আলোকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও জেলা ডিবি সহ আশেপাশে সকল জেলার থানা পুলিশকে এবং ডিএমপির ডিবি ও কাউন্টার টেরিজম ইউনিটকে অবহিত করেন ও বেতার বার্তা প্রদান করা হয়।

সেই বেতার বার্তার আলোকে জানা যায় যে, সাইদ আহমেদ খান আকাশ (২০) ও স্টাফ জুয়েল বেপারী (২০) দ্বয়কে মূলত ডিএমপি এর কাউন্টার টেরিজম ইউনিট (সিটি) একটি টিম তাদের নিয়মিত অভিযানের অংশ বিশেষ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপারেশন চালায়। ওইসময় আকাশ ও স্টাফ জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ডিএমপি এর কাউন্টার টেরিজম ইউনিট (সিটি) জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট অপরাধের সাথে সম্পৃক্তা না থাকায় তাদেরকে অভিভাবকদের নিকট জিম্মায় প্রদান করেন।

add-content

আরও খবর

পঠিত