চাষাড়ায় পুলিশের অভিযানে নারীসহ ৭ ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর চাষাড়া থেকে নারীসহ ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ মে) রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ ও সদর মডেল থানা পুলিশের এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১৩ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জবাসী যেন নির্বিঘ্নে ও শান্তিতে চলাফেরা করতে পারে এবং নারায়ণগঞ্জ শহরকে আরো নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার লক্ষে নিয়মিত অভিযানের অংশ হিসেব ডিবি পুলিশ এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে চাষাড়া হতে ৬ জন পুরুষ ও ১ জন নারী ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, ইসদাইড় কাদিয়ানী বাড়ী (শুভ ভিলা) দিলদার মিয়ার ছেলে রনি (২৭),পূর্ব মাসদাইড় (রমিজ খলিফা এর বাড়ী) মো. সেন্টু মিয়ার ছেলে মো. রবেল (২৪), চাষাড়া প্লাট ফরম (ভাসমান) মজিবর রহমানের ছেলে কাজল (২৫), শরীয়তপুরের সখিপুরে চর কুমারিয়া মো. শাহআলমের ছেলে মো. সুজন (২২), নগরীর নন্দীপাড়া (বাজারের সামনে জসিম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) গোলাম মোস্তফার ছেলে শরিফ হোসেন (২৬), বাবুরাইল বউ বাজার (জামাল সাহেবের বাড়ীর ভাড়াটিয়া) নূরুল হকের ছেলে মো. রাজু (৩৫), নতুন জিমখানা (সোনা মিয়ার বাসা) আবুল কালাম মোল্লার স্ত্রী রেহেনা (২০)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত