হকারমুক্ত ফুটপাত নিশ্চিত করণের পুলিশ কাজ করছে : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, চলমান রমজানে এবং আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে শহরের যানজট নিরসনে জেলা পুলিশের পাশাপাশি আনসার ও কমিউনিটি পুলিশ মোতায়েন করা হবে। হকারমুক্ত ফুটপাত নিশ্চিত করণের জন্য জেলা পুলিশ কাজ করছে। উক্ত কাজে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ জানান পুলিশ সুপার। রবিবার (১২ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসপি আরো বলেন, পূর্বের ন্যায় ভূমিদস্যু, গার্মেন্টস অস্থিরতা, ঝুট সন্ত্রাস, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান কঠোর। জেলা পুলিশের কোন সদস্য যদি মাদক বা অন্য কোনো অপরাধের বা অপরাধীদের সাথে সংশ্লিষ্ট থাকে তবে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ার করেন।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে (জেলা পর্যায়ের ইনোভেশন শোকেসিং-২০১৯) এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক রাব্বি মিয়া এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম (বার)।

add-content

আরও খবর

পঠিত