নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নগীরতে হাসিবুল হাসান সুমন (৩৮) নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর এক কর্মচারীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। শুক্রবার (১০ মে) রাতে নগরীর গলাচিপা কলেজ রোড থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত সুমন ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দুদকের সেগুনবাগিচার হেডকোয়ার্টারে কর্মরত আছেন বলে জানা গেছে। সে নগরীর কলেজ রোডের বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে।
এ বিষয়ে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। সে নিজেকে দুদকের কর্মচারী বলে পরিচয় দিয়েছে। তবে সে আসলেই দুদকের কর্মচারী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।