এমপি খোকার সাথে এনপিজেএ এর নব কমিটির সৌজন্য সাক্ষাত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত কমিটি ২০১৯-২০ এর নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। শুক্রবার (১০ মে) বাদ জুম্মা শহরের আমলাপাড়াস্থ এমপির কার্যালয়ে সৌজন্য সাক্ষা করা হয়।

সৌজন্য সাক্ষাতে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা নতুন কমিটিকে অভিনন্দন জানান। তিনি নব-কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচিত হন। এবং উত্তর উত্তর মঙ্গল কামনা করেন। তিনি বলেছেন, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (এনপিজেএ) এর জন্য তার সু-দৃষ্টি ও সার্বিক সহযোগীতা থাকবে। এ সময় সংসদ সদস্যকে জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি মাহমুদ হাসান কচি ও সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানভির আহম্মেদ রনি, কোষাধ্যক্ষ কাইয়ুম খান, ক্রীড়া সম্পাদক হাসান-উল-রাজিব ও নির্বাহী সদস্য আরিফুর রহমান আরিফ।

add-content

আরও খবর

পঠিত