মিশনপাড়ায় পঁচা মাছ, মাংস ও অতিরিক্ত মূল্য রাখায় স্বপ্নকে জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নগরীর মিশনপাড়া এলাকায় ডিপার্টমেন্টাল স্টোর স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার (৯ মে) দুপুরে পঁচা মাছ, মাংস ও মশলা সহ অতিরিক্ত মূল্য রাখার অপরাধে এ জরিমানা করা হয়।narayanganjbarta24.com এসময় কোয়েল পাখি, কবুতর বিক্রি নিষেধ ও দ্রব্য মূলের দাম সঠিক ভাবে নির্ধারণ সহ পঁচা পণ্য দ্রব্য বিক্রি না করতে কঠোর হুশিয়ারী দেওয়া হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার, শেখ মেজবাহ উল সাবেরিন ও নুসরাত তারা খানমের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেটরা জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তাদের অধিকার সংরক্ষণে জেলা প্রশাসক রাব্বী মিয়ার নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। পুরো রমজান মাস জুড়ে ও ঈদকে সামনে রেখে এ অভিযান অব্যাহত থাকবে।

add-content

আরও খবর

পঠিত