ডিজিটাল শিক্ষা ব্যবস্থার যাত্রা শুরু করবে নারায়ণগঞ্জ কলেজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সদ্য এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের এইচ.এস.সি তে আধুনিক শিক্ষা ব্যবস্থার দ্বার উম্মোচন করতে প্রস্তত হয়েছে নারায়ণগঞ্জ কলেজ। চলতি বছরে যে সকল শিক্ষার্থীরা এইচ.এস.সিতে নারায়ণগঞ্জ কলেজে ভর্তি হবেন তাদের দিয়ে পাঠদানের মধ্য দিয়ে কলেজের অভ্যন্তরে নবনির্মিত আধুনিক বহুতল একাডেমী ভবনের যাত্রা শুরু করবে। নবনির্মিত আধুনিক ওই একাডেমী ভবনে শিক্ষার্থীদের জন্য থাকবে শ্রেণীকক্ষে আধুনিক টোল টেবিলে বসার ব্যবস্থা সহ মাল্টিমিডিয়া ক্লাস রুম, শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ, কম্পিউটার ল্যাব, সাইন্সল্যাব, ভবনে উঠানামার জন্য লিফট। তবে বাড়তি এ সুবিধা প্রদানের জন্য শিক্ষার্থীদের বাড়তি কোন ব্যয় গুনতে হবে না।

বুধবার ৮ মে বেলা ১২টায় নারায়ণগঞ্জ কলেজের সভা কক্ষে কলেজ পরিচালনা কমিটির মাসিক সভায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান সহ অন্যান্য কর্মকর্তারা।

অপরদিকে কলেজের সম্মুখ ভাগে পুরাতন পরিত্যক্ত ভবনটি ভেঙ্গে সম্পূর্ন সরকারী অর্থায়নে আরো একটি নতুন ৪ তলা ভবন নির্মাণ করা হবে। পুরাতন ভবনটি ভেঙ্গে দ্রুত নির্মাণ কাজ শুরু করতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত দিয়েছেন কমিটির সভাপতি সেলিম ওসমান।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির হিত্যেষী সদস্য এম.এ হাতেম, অভিভাবক সদস্য মোস্তফা কামাল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, কার্যকরী  আব্দুল হান্নান,  শিক্ষক প্রতিনিধি সাবিত্রি রানী দত্ত, আরিফ মিহির সহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জ কলেজের পরিচালনা কমিটিতে সভাপতি পদে দায়িত্ব গ্রহনের পর প্রতিষ্ঠানটির অভ্যন্তরে নতুন এ একাডেমী ভবনটির নির্মাণ কাজ শুরু করেন। ১০তলা ফাউন্ডেশনে প্রতি তলায় ৮হাজার ৪শ স্কয়ার ফিটের ৭তলা ভবন নির্মাণ সম্পন্ন করা হয়েছে। যার নির্মাণ ব্যয় এখন পর্যন্ত কলেজের তহবিল থেকে আনুমানিক ১০ কোটি ৫০লাখ টাকা পরিশোধ করা হয়েছে। যেখানে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের জন্য আধুনিক টোল টেবিলের ব্যবস্থা করা হয়েছে এবং ব্যবসায়ী সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও বিকেএমইএ এর সহযোগীতা দুটি লিফটের ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে নবনির্মিত ওই ভবনটি শেখ কামাল ভবন নামে নামকরনের প্রস্তাব করা হয়েছে।  ঈদের পর যে কোন সময় ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

add-content

আরও খবর

পঠিত