ডিসি ও এসপির সাথে এনপিজেএ এর নব কমিটির সৌজন্য সাক্ষাত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত কমিটি ২০১৯-২০ এর নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। বুধবার (৮ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৃথক ভাবে নেতৃবৃন্দের এই সৌজন্য সাক্ষা হয়।

সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসক রাব্বি মিয়া ও জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ নতুন কমিটিকে অভিনন্দন জানান। তারা উভয়েই নব-কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচিত হন। এ সময় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি মাহমুদ হাসান কচি ও সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভির আহম্মেদ রনি, কোষাধ্যক্ষ কাইয়ুম খান, প্রচার সম্পাদক বিশাল আহম্মেদ, নির্বাহী সদস্য কাজী আলমাছ ও দুই সদস্য সাবেক ক্রীড়া সম্পাদক সোহেল মিয়া ও শহিদ হোসেন।

add-content

আরও খবর

পঠিত