যুগের চিন্তা পত্রিকার ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে প্রচারিত দৈনিক যুগের চিন্তা পত্রিকার ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ডিক্লারেশন বাতিলের বিষয়ে রুল জারি করেছেন আদালত। ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আজ সোমবার (৬ মে) এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। আদেশের পর আইনজীবী আমিন উদ্দিন বলেন, আজকের আদেশে যুগের চিন্তা পত্রিকার ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত স্থগিত হয়েছে। এর ফলে এ পত্রিকা প্রকাশে আর বাধা রইল না।

এর আগে গত ৭ এপ্রিল দৈনিক যুগের চিন্তা পত্রিকার প্রমাণিকরণ ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করা হয়েছিল।

add-content

আরও খবর

পঠিত