নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকাস্থ ময়মনসিংহ সমিতির সেক্রেটারি নির্বাচিত হওয়ায় শনিবার ( ৪মে ) এসপি হারুন অর রশীদকে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
এর আগে শুক্রবার ( ৩ মে ) পুলিশ সুপার হারুন অর রশীদ ঢাকাস্থ ময়মনসিংহ সমিতির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। রাজধানীর আইডিইবি ভবনের কাউন্সিল হলে বৃহত্তর ময়মনসিংহ সমিতির দ্বি- বার্ষিক সাধারণ সভা তাকে সেক্রেটারি নির্বাচিত করা হয় । এ কমিটির মেয়াদ ২ বছর। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। দেশের ছয় টা জেলা নিয়ে বৃহত্তর ময়মনসিংহ সমিতি গঠিত। জেলাগুলো হলো জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ।