নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ডিএনডির ভেতরে সদর উপজেলার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩ মে) রাত থেকে থেমে থেমে বৃষ্টি নামায় অনেক রাস্তা ও বাড়িঘরে হাঁটুপানি জমে চরম দুর্ভোগে পড়ে মানুষ। এতে কর্তৃকপক্ষের কোনো সহযোগিতা না পেয়ে স্থানীয় লোকজন দলবদ্ধভাবে ভরাট হওয়া খালগুলোর মাটি কেটে পানি নিস্কাশনের ব্যবস্থা করে।
নারায়ণগঞ্জ জেলা কারাগার সংলগ্ন দক্ষিণ সস্তাপুর এলাকার খাল ভরাট হওয়ায় উপজেলার ইসদাইর, সস্তাপুর, লালপুর, কোতালেরবাগসহ প্রায় ৮-১০ গ্রামের পানি শুক্রবার রাত থেকে জমতে শুরু করে। এতে শনিবার (৪ মে) সকালে প্রতিটি এলাকার অধিকাংশ রাস্তা ও বাড়িঘরে হাঁটুপানি জমে যায়। এ পানিতে মিশে যায় ময়লা আবর্জনাসহ পয়োনিষ্কাশনের পানি। ফলে মারাত্মক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
স্থানীয় সেলিম মিয়া জানান, কোন উপায়ান্তর না পেয়ে ইসদাইর ও সস্তাপুরের লোকজন মিলে খাল কাটা শুরু করি। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২০-২৫ জন লোক খাল কেটে আপাতত পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি।
উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন জানান, খালগুলো পরিস্কারে সরকারীভাবে আমাদের কোন বরাদ্দ নাই। একটি মিটিংয়ে ইউএনও স্যারের সঙ্গে আলোচনা করেছি। চেষ্টা করছি জলাবদ্ধতা নিরসনের।