নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অসহায় এক স্কুলছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিলেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের চারবার নির্বাচিত প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পুত্র আলহাজ্ব আজমেরী ওসমান। শুক্রবার (৩ মে) স্কুলছাত্রী দায়িত্ব নিয়ে লেখাপড়ায় উৎসাহ প্রদান করেন। স্কুলছাত্রী তামান্না আক্তার আমলাপাড়া গার্লসস্কুলের ৭ম শ্রেণির ছাত্রী। সে স্থানীয় চা বিক্রেতা জামাল হোসেনের মেয়ে।
তামান্নার বাবা জামাল হোসেন বলেন, মেয়ের লেখাপড়ার খরচ চালাতে না পেড়ে লেখাপড়া বন্ধ করে দিয়েছি। সারাদিন যা আয় করি তা দিয়ে সংসারই চলে না। এই অবস্থায় আল্লাহর তরফ থেকে ফেরেশতা হিসেবে প্রয়াত নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমান এসে আমার মেয়ের সকল দায়িত্ব নেন। এ সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে তামান্নার পরিবার।