শিশু সাকিকে উদ্ধারে প্রশাসনের কাছে বৃহত্তর দেওভোগবাসীর জোর দাবি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : দেড় বছরের শিশু সাদমান সাকি অপহরণের ঘটনায় নাসিক ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম সজলসহ অন্যান্যদের জড়ানোয় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকেলে শহরের শেখ রাসেল নগর পার্ক সংলগ্ন মাঠে বৃহত্তর দেওভোগ এলাকাবাসী ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা শিশু সাদমান সাকিকে উদ্ধার করার জোর দাবি জানাই। কিন্তু সাদমানের পিতা এপন মিথ্যা বলে সাকিকে অপহরণের অভিযোগে সমাজের বিশিষ্টজনদের নামে মামলা দিয়েছে। এই নোংরা রাজনীতি ঠিক নয়। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি শিশু সাকিকে উদ্ধারের ব্যবস্থা করা হোক। সাকির বাবা এপনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই সাকি নিখোঁজের আসল ঘটনা বেরিয়ে আসবে।

সভায় নাজমুল আলম সজল বলেন, এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে। সাকি নিখোঁজ হয় আমি তখন অসুস্থ্য অবস্থায় বাসায় শয্যাশায়ী। অপহরণের পর এপনকে ফোন দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে। পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা যায় ওই ফোন নম্বর এপনের ভাই সাদিমের। পুলিশ তাকে আটক করলে এপনই আবার তাকে ছাড়িয়ে আনে। নিজের স্বার্থে বাচ্চাকে অপহরণের নাটক সাজিয়েছে এপন। এপন ও তার পরিবারের লোকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানাই। তাহলে শিশু সাকির খোঁজ মিলবে।

সভাপতির বক্তব্যে মনোয়ার হোসেন বলেন, পুলিশ প্রশাসনের কাছে শিশু সাকি উদ্ধারের দাবি জানাই। আর সাকির পিতা এপনকে বলবো, সে যেন কাউকে এভাবে অভিযুক্ত না করে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে।

বিশিষ্ট সমাজসেবক মনোয়ার হোসেন মনার সভাপতিত্বে  প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, এহসানুল করিম চৌধুরী, সায়েম সিদ্দিকী, তোফাজ্জল হোসেন।

add-content

আরও খবর

পঠিত