নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ৪ বারের নির্বাচিত সাংসদ প্রয়াত আলহাজ্ব নাসিম ওসমানের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর নারায়ণগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের ঠিকাদার সমিতি এবং কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সদস্যরা নতুন কোর্ট সংলগ্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
এসময় ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বাদ মাগরিফ নারায়ণগঞ্জ জেলা গণপূর্ত উপ বিভাগ (১) এর সংলগ্ন গণপূর্ত মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।