নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বিপিএম ও পিপিএম বার এর নির্দেশে সৈয়দপুর এলাকায় ব্লক রেড দেয়া হয়েছে। বুধবার (১ লা মে) রাত ১১ টায় সদর থানার ওসি কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে দুর্ধর্ষ দৌলত মেম্বারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি চর সৈয়দপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, দৌলত মেম্বার চর সৈয়দপুর এলাকার ত্রাস। সন্ত্রাসী বাহিনী দ্বারা খুন, জখমের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার করে এলাকার বালু মহল দখল, ভুমি দখল, নদীর ঘাট দখল এবং ট্রান্সপোর্ট ব্যবসার মাধ্যমে তার উত্থান হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানান, দৌলত মেম্বার চর সৈয়দপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ৷ তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে৷ তার ছেলে সম্রাট ও ফয়সাল দুজনেই সন্ত্রাসী৷ করিম নামে এক ব্যক্তিকে হত্যা করে তার বাড়িতে লুকিয়ে রেখেছিল সে৷ এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল৷ এলাকায় তার এতোটাই ত্রাস যে তার বিরুদ্ধে কেউ মামলা করারও সাহস পায় না৷ সে পুলিশের ধরাছোয়ার বাইরে ছিল এতোদিন৷ গোপন সংবাদের ভিত্তিতে চর সৈয়দপুর এলাকায় তার উপস্থিতির খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্ৰেফতার করা হয়েছে৷ কিন্তু তার দুই ছেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে৷ দৌলত মেম্বারের বিরুদ্ধে হত্যা, চাদাঁবাজী ও মাদক সহ ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।