নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ৫ম মৃত্যুবার্ষিকীতে তারঁ সহধর্মিণী পারভীন ওসমান ও আজমেরী ওসমানের পক্ষে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে মাসদাইর কবরস্থানে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো.তরিকুল ইসলাম লিমন, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, কোষাধ্যক্ষ মো. মোস্তফা মিয়া, মো. নাসির হোসেন, আশিক মাহমুদ, মো. মামুন খান, মো. সুমন প্রমুখ।
পরিশেষে বিকাল ৪ টায় নগরীর চাষাড়ায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।