না.গঞ্জের মানুষকে স্বস্তি দিতে আমরা কাজ করছি : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, মানুষকে স্বস্তি দেয়ার জন্য নারায়ণগঞ্জে আমরা কাজ করছি। এটা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সকলকে এগিয়ে আসতে হবে। রমজান মাসে রাস্তা যেন খালি থাকে। রাস্তায় যেন বাস পার্ক করা না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। মানুষ যাতে যানজটে না পড়ে।

সোমবার (২৯ এপ্রিল) রাতে শহরের বঙ্গবন্ধু সড়কের নির্মাণাধীন নিউ সমবায় মার্কেটে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন রমজান এর পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে জাতীয় ও জেলাভিত্তিক ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার আরো বলেন, আমি গাজীপুরে কাজ করেছি। গাজীপুরে ব্যবসায়ীদের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল। কোন পুলিশ সদস্য এক টাকা চাঁদা নিয়েছে বা ঝুট জোর করে কোন পুলিশ সদস্য চেয়েছে তা গাজীপুরের কোন ব্যবসায়ী বলতে পারবে না। আমরা সেভাবে কাজ করেছি।

তিনি বলেন, কিছু কিছু ব্যবসায়ী যারা ব্যবসায়ের নাম করে অসামাজিক বা বিভিন্ন ধরণের অস্বাভাবিক ঘটনার নজির সৃষ্টি করেছে। কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা রমজানে চাহিদা বেড়ে যায় বলে নিম্নমানের মালামাল তারা সরবরাহ করে থাকে। এদিকে খেয়াল রাখতে হবে। ব্যবসায়ীরা, শ্রমিক বা ব্যবসায়ের সাথে জড়িত সকলকেই মাদক থেকে দূরে থাকার জন্য বলবেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও বিকেএমইএ এর সভাপতি একেএম সেলিম ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সাবেক সাংসদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বেগম বাবলী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, বিকেএমইএ এর সহ সভাপতি মনসুর আহমেদ, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত