আমরা কারো কাছে মাথা নত করবো না : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলছেন, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কেউ এখন আমাদের অবেহেলা করে না। আমাদের মায়েরা সন্তানদের এমন ভাবে মানুষ করেছেন দেখেই বাংলাদেশ আজকে গর্ব করে বলতে পারে পৃথিবীকে, সারা পৃথিবী দেখতে থাকো আমরা কারো পায়ের উপর ভর করে দাঁড়াই নাই, বাংলাদেশ নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা কারো কাছে মাথা নত করবো না। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে চাষাড়া রাইফেলস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, গত তিনদিন আগে আমি ডিসি ও এসপি সাহেবসহ প্রশাসনের কর্মকর্তাদের কাছে বার্তা পাঠিয়ে ছিলাম চক্রান্ত হচ্ছে। আমার বার্তা পাঠানোর তিনদিন পর প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য রেখেছেন। প্রশাসনও এখন খুব অ্যালার্ট।

তিনি বলেন, বার বার স্বাধীনতা পক্ষের শক্তির ওপর আঘাত আনা হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী মাত্র ৩১ বছরে দেশের হাল ধরেছিলেন। এখন তার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই সেটাকে বাধাগ্রস্ত করতে চেষ্টা করা হচ্ছে। সে কারণেই এবার চক্রান্ত হচ্ছে।

পুরস্কার বিতরণীতে রাইফেল ক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, রাইফেল ক্লাবের সেক্রেটারি খালেদ হায়দার খান কাজল।

add-content

আরও খবর

পঠিত