নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের জনসাধারনের মাঝে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে ১৬ নং ওয়ার্ডস্থ নিজ কার্যালয়ে এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাউন্সিলর নাজমুল আলম সজল।
এ বিষয়ে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর সচিব ইসহাক হোসেন বাপ্পি বলেন, ২০১৭ সালে ভোটার নিবন্ধিত হওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের জনসাধারনের মাঝে বিনামূল্যে প্লাস্টিক আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল। স্মার্ট কার্ড বিতরণের পুরো কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সার্বিক সহায়তা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের জন্য আমরা।