নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেছেন, মাদককে না বলুন। মাদককে শুধু না নয় মাদককে নির্মূল করতে হবে। আপনার ছেলে কোথায় যায়, কি করে, কোন নেতা, গডফাদারের সংস্পর্শে মাদক সেবন করে এ বিষয়ে লক্ষ রাখতে হবে। পরিবারে ডিসিপ্লিন নিয়ে আসতে হবে। সোমবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা যখন বাইরে গিয়ে বলি আমাদের বাড়ি নারায়ণগঞ্জ তখন মানুষ আমাদের দিকে ভীত চোখে তাকিয়ে থাকে। কারণ এই নারায়ণগঞ্জে ৭ খুন, ৫ খুন হয়, এই নারায়ণগঞ্জে সন্ত্রাসীরা দাপিয়ে বেড়ায়, সন্ত্রাসীরা নারায়ণগঞ্জকে জিম্মি করে রাখে। বাংলাদেশে বিমান ছিনতাই হয়। আর সেই ছিনতায়ের নায়ক নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের একজন সন্তান। এই লজ্জা, এই দু:খ আমরা কোথায় রাখি।
তিনি আরো বলেন, সমাজের উচ্চ স্তরে মাদক ব্যবসা চলছে। রাজনৈতিক দূর্বৃত্তরা এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মেরি এন্ডারসন হচ্ছে এখানে একটি অভিজাত হোটেল। সেখানে ৬৮ জন উচ্চ বিত্ত রাজনৈতিক ঘরের সন্তানদের গ্রেপ্তার করা হয়। আর বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। আজ যখন পুলিশ মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে মানুষ পুলিশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মাদক বিরোধী সচেতন সমাজের আহ্বায়ক বদরুল আলম, সদস্য সচিব আবু হাসান টিপু, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মাহমুদ হোসেন, মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, জালাল উদ্দিন প্রমুখ।