নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় অস্ত্র ও মাদকসহ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) রাতে ফতুল্লার লামাপাড়ার নয়ামাটি এলাকার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতর করা হয়। এ সময় তাকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ পুলিশের।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নুকে একটি রিভালবার, ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ তার বাসার সামনে থেকে আটক করা হয়। এ সময় তাকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও পুলিশের উপর হামলার অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তালিকাভুক্ত ওই সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় পূর্বের ১০টি মামলা রয়েছে বলেও জানান তিনি।