নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার চাঁনমারী থেকে এক কেজি গাঁজা ও ১২ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) মধ্যরাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত ফতুল্লার চাঁনমারী বস্তি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন, চাঁনমারী বস্তির নুরুল ইসলামের ছেলে খাদেম (২৪) ও মিন্টু মিয়ার ছেলে ইব্রাহীম (২৫)।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় এক কেজি গাজা ও ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।