নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : পহেলা বৈশাখের প্রতিটি বড় অনুষ্ঠানস্থলে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, পহেলা বৈশাখে ভুভুজেলা কেনা ও বাজানো যাবে না। সন্ধ্যা ছয়টার মধ্যে বৈশাখের সব অনুষ্ঠান শেষ করতে হবে।
এ সময় আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় সার্কেল করা হবে। এখানে কোন যানবাহন প্রবেশ করতে পারবে না। মানুষ হেঁটে হেঁটে বর্ষবরণ উৎসবে সামিল হবে। বদ্ধ জায়গায় কেউ যদি সন্ধ্যার পরে অনুষ্ঠান করে সেটার ওপর কোন বিধিনিষেধ নাই। তবে উন্মুক্ত স্থানে ছয়টার পরে কোন অনুষ্ঠান হবে না।