ফতুল্লায় ২ মাদক বিক্রেতার মোবাইল কোর্টে সাজা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের মাদক বিরোধী অভিযানে দুই মাদক বিক্রেতাকে ১০ এপ্রিল বুধবার আটক করা হয়েছে। পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর মাধ্যমে ২ মাদক বিক্রেতাকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

জানা যায়, ফতুল্লা থানাধীন সেকশন বাড়ী প্রবেশ মুখে রাস্তার উপরে দাড়িয়ে মাদক বেচাকেনা করছিল চিহ্নিত মাদক বিক্রেতা কুদরত আলী (৩৫) ও বাবুল (২০)। নারায়ণগঞ্জ ডিএনসির সহকারি পরিচালক মোহাম্মদ সামছুল আলমের নেতৃত্বে নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাতেনাতে ঐ ২ মাদক বিক্রেতাকে ইয়াবা ও গাঁজা সহ আটক করে।

তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মেজবাহ-উল-সাবেরিন মো. কুদরত আলীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আর বাবুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম করাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। আরো জানা যায়, মৃত আরব আলীর ছেলে কুদরত আলী ও মো. তৌহিদ এর ছেলে বাবুল দীর্ঘদিন যাবৎ ফতুল্লা মডেল থানাধীন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তারা আটক হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন

add-content

আরও খবর

পঠিত