যুগের চিন্তা পত্রিকার ঘোষনাপত্র বাতিলের প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে প্রচারিত স্থানীয় দৈনিক যুগের চিন্তার ঘোষনাপত্র বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীতে অংশ নেয় স্থানীয়, জাতীয় সহ অনলাইন ও ইলেকটুনিক এবং প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।narayanganjbarta24.comএসময় বক্তারা প্রতিষ্ঠানে কর্মরত শতাধিক সংবাদকর্মীর রুজি রুটি ফিরিয়ে দিতে অবিলম্বে পত্রিকাটি চালু করার দাবি জানিয়ে সাংবাদিকদের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার অনরোধ জানান। পরে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) নেতৃবৃন্দ জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।narayanganjbarta24.comএসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি কবি হালিম আজাদ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শামীম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, শরীফ উদ্দিন সবুজ, অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী, লাইভ নারায়ণগঞ্জ এর সম্পাদক কামাল আহম্মদ, প্রেস নারায়ণগঞ্জ এর সম্পাদক ফখরুল আহম্মেদ সহ অন্যান্য গণমাধ্যমকর্মী।

add-content

আরও খবর

পঠিত