আমাদের মধ্যে কোন ঝগড়া নেই : এসপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই। কথা কাটাকাটি হয়নি। তাই কোনো বরফও জমেনি। তাই বরফ গলার প্রশ্নই উঠে না। আমরা কাজ করতে চাই। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয়ে লাঙ্গলবন্ধ স্নান উৎসব উপলক্ষে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কোনো এমপির সঙ্গে আমার দ্বিমত নেই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সাংসদ সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ বা ১, ২,৩ আসনের সাংসদ কারো সঙ্গে কোনো বিষয়ে আমার দ্বিমত নেই। কখনো তাদের সঙ্গে ভালো ভাবে কথা বলিনি বা কোনো বিষয়ে দ্বিমত হয়েছে এমন কোনো রেকর্ড নেই। আমাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা আমরা সেটাই করছি।

বৈঠকে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ, মহাতীর্থ লাঙলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার, যুগ্ম সম্পাদক উত্তম সাহা প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত