নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : নগরীতে ফুটপাত দখলমুক্ত ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। সোমবার (৮ এপ্রিল) কিকেলে টায় ভাষা সৈনিক সড়ক হতে প্রেস ক্লাবের নিকটে এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। অভিযান চলাকালীন সময়ে সিটি করপোরেশনের কর্মচারীরা সড়কের পাশে থাকা বিভিন্ন অস্থায়ী দোকান উঠিয়ে দেয় এব সেই দোকানগুলোর নানা সামগ্রী জব্দ করে।
উচ্ছেদ অভিযান নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এহতেশামূল হক বলেন, নগরীতে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে এবং জনদুর্ভোগ কমাতেই মূলত এই উচ্ছেদ অভিযান। পূর্বে কয়েক দিন নানা কারণে অভিযান পরিচালনায় বিলম্ব হয়েছে। তবে এখন সিটি করপোরেশনের হতে প্রতিদিনই উচ্ছেদ অভিযান জারী থাকবে। জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে প্রতিটি অভিযান চলবে। বলে রাখা ভালো অভিযানের জন্য এলাকা নির্বাচন তাৎক্ষনিকভাবেই হয়ে থাকে। অভিযানের ঠিক পূর্বে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট অভিযানের জন্য নির্ধারিত এলাকার তথ্য পান। আজ নগরীর প্রেস ক্লাবের সামনে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আশা করছি কোন বিলম্ব ব্যতিরেকে অভিযান চলবে এবং নগর-বাসীকে সুন্দর নগরী উপহার দিতে আমরা সক্ষম হবো।