পরিত্যাক্ত ভবনে অধিকার থেকেও বঞ্চিত বেগম জিয়া : এড. আবুল কালাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (  সদর সংবাদদাতা ) : মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ সরকারের মিথ্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে কারাগারে রাখা হয়েছে। শুধু তাই নয় সরকার ঘোষিত একটি পরিত্যাক্ত ভবনে তাকে রাখা হয়েছে। সাধারণ কয়েদিদের যে মৌলিক অধিকার সেটা থেকেও তিনি বঞ্চিত হচ্ছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাদ আছর কালি বাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার আজ বিলপ্তি হয়ে গেছে আর উন্নয়নের নামে চলছে দুর্নীতি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে এলে মানুষের অধিকার আদায় হবে।

এ সময় আরও উপস্তিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি আয়সা সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, শওকত হাসেম শকু, এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মনিরুল আলম সজল, মহানগর বিএনপি নেতা এড. রফিক আহম্মেদ, এড. রিয়াজুল ইসলাম আজাদ, এড. শহীদ সারোয়ার, এড. সুমন, এড. সামাদ মোল্লা, আমিনুল ইসলাম মিঠু, নজরুল ইসলাম সরদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মোস্তাক আহম্মেদ, মাকিদ মোস্তাকিম শিপলু, হাসিব আব্দুল্লা, জিএস জনি, মহানগর ছাত্র দলের যুগ্ম-সম্পাদক মোক্তাধির হোসেন হৃদয়, স্বেচ্ছা সেবক দল নেতা আব্দুর রশিদ হাওলাদার, জাহিদ হোসেন, রাজু আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ফ্রেন্ড মার্কেট মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম।

add-content

আরও খবর

পঠিত