ফতুল্লায় বাস চাপায় ইজিবাইক চালক নিহত, আহত-২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় বাসচাপায় হাকিম (৩১) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের দুই যাত্রী।  বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে পাগলা এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাকিম কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ফকিরহাট গ্রামের আজগর আলীর ছেলে। তিনি ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার নুরু মিয়ার বাড়িতে ভাড়া থেকে নুরু মিয়ার ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়ায় চালাতেন। আহত যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রক্তিম জানান, সিদ্ধিরগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস সকালে ঢাকা থেকে ফতুল্লার দিকে আসার পথে পাগলা এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক নিহত হন। এসময় আহত হন ইজিবাইকের আরো যাত্রী।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

add-content

আরও খবর

পঠিত