নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ওয়ায়েজিনদের উপর করারোপ এবং ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ আলেমদের ওয়াজে বাধা নিষেধের প্রস্তাবনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ। বুধবার (৪ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।
সভাপতি আরও বলেন, ওয়ায়েজিনদের উপর করারোপ এবং কতিপয় বক্তাদের ওয়াজে বাধা সরকারের ইসলাম বিরোধী মনোভাবের বহি:প্রকাশ। ইসলাম বিরোধী কোন শক্তির ইন্ধনে সরকার তা করছে কি না তা খতিয়ে দেখতে হবে।
ওলামায়ে কেরামের টুটি চেপে ধরতে সরকার এ ধরণের সিদ্ধান্ত গ্রহণ করলে তা সরকারের জন্য সুখকর হবে না। ৯২ ভাগ মুসলমানের দেশে ওলামায়ে কেরামকে ইসলামের কথা বলতে বাধা বা করারোপ করে তাদের লাগাম টেনে ধরার যে চক্রান্ত হচ্ছে এ ধরণের চক্রান্তে সরকার পা দিলে সরকারের জন্য কোন কল্যাণ বয়ে আনবে না। সরকার এ ধরণের চক্রান্তে পা দিলে দেশময় আন্দোলন গড়ে উঠবে।
নেতৃদ্বয় বলেন, এই সমস্যা সমাধানে সরকার যদি আন্তরিক হয় তাহলে র্শীষস্থানীয় ওলামায়ে কেরামের সমন্বয়ে একটি বোর্ড গঠন করে ওয়াজ মাহফিলে বিশৃংখলা বন্ধ করা প্রয়োজন। ওলামায়ে কেরামের অংশগ্রহণ ছাড়া শুধুমাত্র সরকারি তত্ত্বাবধানে করলে সে ক্ষেত্রে এটি ভিন্নখাতে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। র্শীষস্থানীয় ওলামায়ে কেরামের সহযোগিতায় একটি নীতিমালা প্রণয়ন করে কাজ করতে পারলে সরকার প্রশংসিত হবে, সেই সাথে ইসলামের সৌন্দর্য রক্ষা হবে।