নগরীর পলি ক্লিনিকে আগুন, আতঙ্কিত মানুষ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর পলি ক্লিনিক জেনারেল হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উকিলপাড়া সংলগ্ন বঙ্গবন্ধু সড়কে অবস্থিত পলি ক্লিনিক জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগ্নিকান্ড ঘটনা ঘটে। খবর পেয়ে মন্ডল পাড়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২ ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, নগরীর বঙ্গবন্ধু সড়কে ডা. শাহ নেওয়াজের মালিকানাধিন পলি ক্লিনিকে হঠাৎ করেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আশপাশের ভবনগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পলি ক্লিনিকসহ আশ পাশের ভবনের মানুষ আতঙ্কিত হয়ে ভবন ছেড়ে নিচে নেমে আসেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পলি ক্লিনিক ভবনে অপরিকল্পিত বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে। এমন অপরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ স্থাপনের ফলে যে কোনো ধরণের বড় ঘটনাও ঘটতে পারতো।

add-content

আরও খবর

পঠিত