নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের জামতলা থেকে এক মেয়ে শিশুর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) সকাল ১০টায় জামতলা ডাক্তার গলি থেকে লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কেউ অবৈধ ভাবে গর্ভপাত ঘটিয়ে শিশুটিকে ফেলেগেছে। শিশুটির মাথা ও কোমরের নিচের অংশ পাওয়াগেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।