নারীর জীবন উন্নত হলেই জাতি উন্নত হবে : কাউন্সিলর খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় দরিদ্র নারীদের সমন্বয়ে সিডিসি গঠনের লক্ষে শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৪ টায় বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাসদাইর এলাকার প্রায় পাচঁ শতাধিক দরিদ্র নারীদের সাথে মত বিনিময় করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

মত বিনিময়কালে কাউন্সিলর খোরশেদ বলেন, এ প্রকল্পের মাধ্যমে নারীদের স্বাস্থ্য সেবা, তাদের সন্তানদের শিক্ষা সহায়তা, বেকারদের কর্মক্ষম করার জন্য ড্রাইভিং সহ হাতের কাজ শেখানো ও চাকুরীর ব্যাবস্থা, ক্ষুদ্র ঋণ প্রদান, বিশুদ্ধ পানির জন্য সাম্বারসিবল পাম্প স্থাপন, স্বাস্থ্য সম্মত টয়লেট ও গোসল খানা প্রদান, মাতৃত্বকালীন ভাতা প্রদান সহ সঞ্চয় চালু করা হবে। তিনি দারিদ্র্য বিমোচনে নারীদের এগিয়ে আসার আহবান জানান। তিনি নারীরা পরিবার পরিচালনা করে, সন্তান পালন করেন, নারীর হাতেই জাতির ভবিষ্যত। তাই নারীর উন্নয়ন হলেই জাতি উন্নত হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের হাউজিং প্রকল্পের সচিব মিতু দেবনাথ মায়া, সিডিসি নেত্রী স্বপ্না রানী দে, ইতি রানী ঘোষ, ১৩নং ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু, শামছুল খন্দকার, শেখ আমান, শওকত খন্দকার, মামুন খন্দকার, রানা খন্দকার, শামীম ইসলাম বাবু প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত